দাউদকান্দিতে জামায়াতের যুব বিভাগের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে নৌ ভ্রমণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ চার শতাধিক কর্মী নিয়ে গোমতী-মেঘনা নদীপথে নৌ ভ্রমণে অংশ নিয়ে মতলব উত্তরের মোহনপুরে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করেছে।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ একটি নৌ ভ্রমণের আয়োজন করে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি পুরাতন ফেরিঘাট থেকে চার শতাধিক কর্মী একটি লঞ্চে যাত্রা শুরু করে। লঞ্চটি গোমতী নদী হয়ে মেঘনা নদীপথ অতিক্রম করে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পৌঁছায়।

লঞ্চ যাত্রা শুরু হওয়ার আগে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল বলেন, “আমাদের শক্তি হলো ভ্রাতৃত্বের বন্ধন। ঐক্যের মধ্য দিয়েই দাউদকান্দিকে আলোকিত ও ন্যায়নিষ্ঠ একটি শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করা সম্ভব। যুবকরাই পরিবর্তনের মূল চালিকা শক্তি, তারাই আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ গড়ে তুলবে।”

অন্যদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন বলেন, “সবার মধ্যে বিভেদ ভুলে একসাথে এগিয়ে গেলে দাউদকান্দি প্রকৃত অর্থে উন্নয়ন ও ন্যায়ের উদাহরণ হবে। ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ ও সহ-সভাপতি ইসমাঈল হোসেন তালুকদারের নেতৃত্বে এই নৌ ভ্রমণ সারাদিন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। কর্মীরা ফুটবল প্রতিযোগিতা, রশি টানাটানি, বেলুন ফোলানোসহ নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দমুখর সময় কাটান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *