
কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর মাঠে ৩ অক্টোবর কর্মী সমাবেশে জামায়াতের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজের আহ্বান জানান।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়নের গোলাপেরচর পার্ক মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এবং দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। এছাড়া দাউদকান্দি পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারও বিশেষ মেহমান হিসেবে সমাবেশে যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর আলী আজম সরকার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাওছার আলম। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জামায়াতের নেতৃত্বে সংগঠিত হতে হবে। তারা আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানাতে সকলকে আহ্বান জানান।
সমাবেশের সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন জামায়াতের কর্মী আমির হোসেন সিপাহী, আনিসুর রহমান, মোহাম্মদ রাসেল, আক্তার হোসেন, নাসির মিয়া, মুসলিম মিয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ শিপু, আব্দুস সাত্তার এবং হুমায়ুন কবির।
সমাবেশ শুরু হওয়ার আগে চেঙ্গাকান্দি ও গোলাপেরচর গ্রামের বিভিন্ন দোকানপাট ও চা-স্টলে জামায়াতের নেতারা গণসংযোগ করেন। এ সময় তারা স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।