দাউদকান্দিতে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দিতে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে উলামায়ে কেরাম, যুবক ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ও স্থানীয় ইসলামি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে “জুলাই বিপ্লব চেতনায় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে উলামায়ে কেরাম, যুবক ও ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আয়োজন শুরু হয়।

বাংলাদেশ মসজিদ মিশন দাউদকান্দি পৌর শাখার উদ্যোগে এবং উলামা মাশায়েখ ছাত্র-শিক্ষক জনতা ঐক্যমঞ্চের আয়োজনে এ সেমিনার হয়। এতে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহালুল, খেলাফত মজলিসের প্রার্থী সৈয়দ আব্দুল কাদের জামাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবু ইউসুফ মুন্সি সহ শীর্ষ ওলামায়ে কেরাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, আদর্শ শিক্ষক ফেডারেশন, বাংলাদেশ মসজিদ মিশন, তালীমুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, বিএনপি, এনসিপি ও গণ অধিকার পরিষদের স্থানীয় শীর্ষ নেতারা। এছাড়াও ইসলামিক স্কলার, ইমাম-খতিব, মুহাদ্দিসসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া জরুরি। উলামায়ে কেরাম, ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগ দাউদকান্দি পৌরসভার সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *