
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়ার তিনচিটা গ্রামে শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ছড়িয়ে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত একত্রিশ দফা প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারোপাড়া ইউনিয়নের তিনচিটা গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ শরিফুল ইসলামের বাসভবনে এ বৈঠক বসে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। বৈঠকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মেম্বার ও বশির উল্লাহসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।
বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ার পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচি তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন এবং নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।