
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে মঙ্গলবার বিকেলে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। এই মিছিলটি করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রতিবাদ জানাতে।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল বের হওয়ার পর বিকেল ৪টায় গৌরীপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি গৌরীপুর ইউনিয়ন বিএনপি, দাউদকান্দি উপজেলা যুবদল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
মিছিলটি গৌরীপুর বাজার থেকে বাসস্ট্যান্ড মোড় হয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পেন্নাই ঈদগাহ মাদ্রাসা এলাকায় গিয়ে সমবেত হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সওদাগর। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী।
মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাসুম আলম সরকার, ইউনিয়ন যুবদল নেতা কালাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলালসহ আরও অনেকে।
মাসুম বিন ইদ্রিসের তথ্য ও ভিডিওচিত্রের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হলো।