দাউদকান্দিতে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দাউদকান্দি ও তিতাসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্বরোড এলাকায় নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে মিছিল করে, যেখানে তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

মাসুম বিন ইদ্রিস,কুমিল্লা উত্তর প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় থেকে মিছিল শুরু হয়।

বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে মিছিল চালিয়ে পৌর বাজার রোডে গিয়ে শেষ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানান এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী দল আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি তোলে।

পরে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা বক্তৃতা দেন। বক্তৃতায় তারা হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রিগান, দাউদকান্দি উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জলিল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মুন্সী, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদওয়ান শাকিল এবং দাউদকান্দি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিসান মিয়াজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *