দাউদকান্দিতে পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন

দাউদকান্দি গৌরিপুর বাসস্ট্যান্ডে বিকাল সাড়ে চারটায় পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদে গণভোটের দাবিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে আজ বিকাল সাড়ে চারটায় গৌরিপুর বাসস্ট্যান্ড মোড়ে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা proportional representation (পিআর) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং সেই অনুযায়ী গণভোট আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কুমিল্লা-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার এবং পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর ফয়েজ আহমদ।

বক্তারা বলেন, জনগণের প্রকৃত ভোটাধিকার ও সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। তাঁরা আরও বলেন, ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও জনগণমুখী আন্দোলন চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *