
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রাম থেকে শনিবার রাতে বাবু হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ইসলাম ভূঁইয়া (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরকখোলা গ্রামের নিজ বাড়ি থেকে বাবু হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাইদুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইদুল মেম্বার (৫৬) কে শনিবার (৪ অক্টোবর) রাতে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পরদিন রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ভূঁইয়া মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় মৃত কাদিম আলী ভূঁইয়ার ছেলে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বাবু হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইদুল ভূঁইয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, সাইদুল ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক হ’ত্যা মামলা ছাড়াও মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে।