দাউদকান্দিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি সভা সম্পন্ন

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপি ১ সেপ্টেম্বর গৌরীপুর কার্যালয়ে সভা করে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিজয় র‌্যালির সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ সেপ্টেম্বর) গৌরীপুরস্থ উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সভায় দলীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ সেপ্টেম্বর বিজয় র‌্যালি আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া।

সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, ইব্রাহীম খলীল, হেলাল ইসহাক চেয়ারম্যান এবং আজমালুর রহমান সরকার নিপুন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ভূইয়া, যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, কাউসার আলম, আলমগীর হোসেনসহ ছাত্রদল নেতা শাকিল চৌধুরী।

সভায় বক্তারা আসন্ন র‌্যালিকে সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ৩ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে প্রয়োজনীয় সব ব্যবস্থা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *