
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন সেপ্টেম্বর শহীদ বাবু মুক্তমঞ্চে আলোচনা সভা ও পরে পৌর বাজার ঘুরে বিশাল র্যালির আয়োজন করা হয়।
মাসুম বিন ইদ্রিসের কুমিল্লা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
পহেলা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিন সেপ্টেম্বর বুধবার দাউদকান্দি পৌর বাজারের শহীদ রিফাত পার্কে অবস্থিত শহীদ বাবু মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার।
আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাওসার আলম সরকার। আলোচনা শেষে একটি বিশাল র্যালি বের হয়, যা পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় শেষ হয়।
এই র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির পাশাপাশি মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে দাউদকান্দি শহর উৎসবমুখর হয়ে ওঠে।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লিয়াকত আলী খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহআলম সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা র্যালিতে যোগ দেন।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ডলি, পৌর মহিলা দলের সভাপতি আইরিন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিকে ঘিরে দাউদকান্দি জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।