দাউদকান্দিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু

উপজেলা দাউদকান্দির গৌরীপুর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট প্রচার উদ্বোধন করেন নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। শুক্রবার বিকেলে এই উদ্যোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কার্যক্রমের লিফলেট বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর বাজার রোডে দোকান ও চা-স্টলে গিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

লিফলেট বিতরণের আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এম. এ. সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *