দাউদকান্দিতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারীতে সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান প্রধানের বহিষ্কারাদেশ ও মামলা বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যোগ দেন হাজারো মানুষ।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে এলাকায় বড় আকারের আন্দোলন হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় গোয়ালমারী বাজারের দক্ষিণ প্রান্ত থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গ্রামের অসংখ্য নারী-পুরুষ।

প্রধান সড়ক ঘুরে মিছিলটি চৌধুরী বাড়ি সড়ক ও দাউদকান্দি–ছেঙ্গারচর সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে পৌঁছে মানববন্ধনে পরিণত হয়। এ সময় কর্মীরা মিজানুর রহমান প্রধানের বিরুদ্ধে করা মামলা বাতিল ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

পরে চৌধুরী প্লাজার সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, দলের কঠিন সময়ে নিবেদিতপ্রাণ কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যায়।

প্রসঙ্গত, গত ৩ জুলাই স্থানীয় বাজারে দাউদকান্দি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদার হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে তাঁর ছোট ভাই শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে মিজানুর রহমান প্রধানসহ ২৩ জনের নামে মামলা করেন। এর পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিজান প্রধানকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

মিজানুর রহমান প্রধান দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “আমাকে দল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। আমি দলের প্রতি সবসময় বিশ্বস্ত ছিলাম, তাই বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *