
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজ আক্তারকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে।
মাসুম বিন ইদ্রিস,দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. শাহানাজ আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের নির্দেশে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গৌরীপুর বাজারে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে সুলতান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ মাস পর নিহতের স্ত্রী রেহেনা বেগম চলতি বছরের ২৬ জুন দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ৩৩ জনকে অভিযুক্ত করা হয়, যার মধ্যে শাহানাজ আক্তারকে ২৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সুলতান মিয়ার মৃত্যু ঘটে। তার ভিত্তিতে দায়ের করা মামলায় শাহানাজ আক্তার আসামি হিসেবে নাম থাকায় সোমবার রাতে তাকে আটক করা হয়।