দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি শাহ আলম আটক

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার এজহারভুক্ত আসামি যুবলীগ নেতা মো. শাহ আলমকে পুলিশ শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে আটক করে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃত শাহ আলম ওই এলাকার পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, শাহ আলমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *