
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে মহাসড়কে দীর্ঘক্ষণ পার্কিং করে যানজট সৃষ্টির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে পাঁচটি বাস আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি করার দায়ে পাঁচটি যাত্রীবাহী বাস জব্দ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি দল শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটার দিকে এই অভিযান পরিচালনা করে।
প্রেস রিলিজে জানানো হয়েছে, মহাসড়কের পাশে যাত্রী পরিবহনের বাসগুলো দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদের সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পার্কিংয়ের যৌক্তিক কারণ দেখাতে পারেননি। পরবর্তীতে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, বাসগুলো সড়কে চলাচলের উপযোগী নয়।
ফলে সেনাবাহিনী পাঁচটি বাস জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
প্রেস রিলিজে আরও বলা হয়, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ নিয়মিত ভোগান্তিতে পড়ছেন। জনদুর্ভোগ কমাতে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক হওয়া বাসগুলো হলো— তিশা পরিবহন, পাপিয়া ট্রান্সপোর্ট, একতা পরিবহন, রূপালি সুপার পরিবহন ও লাব্বাইক পরিবহন।