
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নসুরুদ্দি গ্রামে ১৪ সেপ্টেম্বর রবিবার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মেম্বারের জানাজা অনুষ্ঠিত হয়, এতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধ :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নসুরুদ্দি গ্রামের বাসিন্দা এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মেম্বার ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।
পরদিন ১৪ সেপ্টেম্বর রবিবার তার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান ইসলামের নেতৃত্বে এ সম্মান প্রদর্শন সম্পন্ন হয়।
জানাজার নামাজে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের নানা স্তরের মানুষ অংশ নেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন সেখানে বক্তব্য রাখেন। তিনি মিজানুর রহমানের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
পরবর্তীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা মরহুমের খাটিয়ায় ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন তালুকদার, স্থানীয় বিএনপির সভাপতি ও শিল্পপতি রায়হান উদ্দিন রেনু মন্সি, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম বিপ্লব মিয়াজী এবং এলাকার বিশিষ্টজনরা।