
কুমিল্লার দাউদকান্দিতে যুবদল ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে; দৌলতপুরে উদ্বোধনী পর্বে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির সূচনা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার দক্ষিণাঞ্চলের দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাদারদিয়া ও মুকুন্দি গ্রামে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন। বৈরি আবহাওয়া সত্ত্বেও তারা জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে আহ্বান জানান।
লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহআলম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাউসার আলম সরকার, সেলিম হাজারী, আহসান হাবীব, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফুল হক লাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শিপন তালুকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতারা জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার বাকি ১৪টি ইউনিয়নেও চালানো হবে।
আহ্বায়ক শাহআলম সরকার বলেন, “আমরা জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে, তারা ধানের শীষে ভোট দিতে আগ্রহী।”
তিনি আরও বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই—যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতিফলন ঘটাবে।”