দাউদকান্দিতে যুবদলের ৪৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দাউদকান্দি উপজেলার যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ অক্টোবর গৌরীপুরে একটি প্রস্তুতি সভার আয়োজন করে, যেখানে উপজেলার সব ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় গৌরীপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম সরকার। সভার সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন।

সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তাব ও কর্মসূচি তুলে ধরেন।

প্রস্তুতি সভায় যুগ্ম আহবায়ক কাউসার আলম সরকার, আহসান হাবীব, সেলিম হাজারী, খন্দকার আরিফ হোসেনসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দেশের অন্যতম বৃহৎ যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *