
কুমিল্লার দাউদকান্দির কানোরা দূর্গাপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে আয়োজিত মিনিবার ফুটবল ফাইনালে কানোরা রাইজিং স্টার ট্রাইব্রেকারে দূর্গাপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের কানোরা দূর্গাপুর যুব সমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে এক বর্ণাঢ্য মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় কানোরা দূর্গাপুর বালুর মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালে কানোরা রাইজিং স্টার দল ট্রাইব্রেকারে দূর্গাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এমএ সাত্তার, কামাল হোসেন ও এনামুল হক সফর তালুকদার।
এছাড়াও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আল এমরান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বারোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন হাজারী, বর্তমান আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাসেদ।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হাজীর সৌজন্যে বিজয়ী কানোরা রাইজিং স্টার দলের খেলোয়াড়দের হাতে এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।