
কুমিল্লার দাউদকান্দিতে ২৪ আগস্ট প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া অভিযোগ করেন সংবাদটি মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র
নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট
কুমিল্লার দাউদকান্দিতে প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিকভাবে তাঁকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ করা হয়েছে।
২৪ আগস্ট রবিবার প্রকাশিত দৈনিক আমার দেশ ও বার্তা বাজার অনলাইন সংবাদমাধ্যমে “যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ব্যবসা দেখভাল করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি শাহাবুদ্দিন” শিরোনামে খবরটি প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, গৌরীপুর দাউদকান্দি বাসস্ট্যান্ড থেকে পরিচালিত বোরাক পরিবহন যুবলীগ নেতা নিখিলের মালিকানাধীন এবং ৫ আগস্ট থেকে সেটি যুবদল সভাপতি শাহাবুদ্দিন ভূইয়া তত্ত্বাবধান করছেন।
প্রতিবেদনটি নজরে আসার পর বিকেল চারটায় দাউদকান্দি পৌর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়েছে। এটি প্রতিহিংসামূলক প্রচারণা ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী বোরাক পরিবহনের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। জেলা যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সংগঠনকে দুর্বল করার জন্যই অপপ্রচার চালানো হচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য তিনি গণমাধ্যমকে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— উত্তর জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান, দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিমন, যুগ্ম আহ্বায়ক রানা সরকার, জেলা যুবদলের সদস্য নাসির উদ্দীন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া।