
দাউদকান্দি উপজেলায় রাইট টক অফ বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে যেখানে সভাপতি রাজিব সাধারণ সম্পাদক ইকরাম হাসান এবং সাংগঠনিক সম্পাদক ফাইজা ইসলাম দায়িত্ব নিয়েছেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি:
দাউদকান্দি উপজেলা শাখায় দেশের অন্যতম নিবন্ধিত সামাজিক সংগঠন ‘রাইট টক অফ বাংলাদেশ’ নতুন নেতৃত্ব কমিটি ঘোষণা করেছে। সর্বমোট তিন সদস্যের এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ সাংবাদিক মোঃ রাজিব। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ কলামিস্ট ও সামাজিক কর্মী মোঃ ইকরাম হাসান। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফাইজা ইসলাম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবে।
সভাপতি মোঃ রাজিব এক প্রতিক্রিয়ায় বলেন, রাইট টক অফ বাংলাদেশ ইতিবাচক চিন্তার একটি প্ল্যাটফর্ম। তিনি আশা প্রকাশ করেন যে, দাউদকান্দি উপজেলায় সামাজিক উন্নয়ন, তরুণ নেতৃত্বের বিকাশ ও সচেতনতা বৃদ্ধিতে এই সংগঠন উল্লেখযোগ্য অবদান রাখবে। তিনি আরও বলেন, নতুন কমিটি দায়িত্বশীলভাবে কাজ করে সমাজে বাস্তব পরিবর্তন আনার চেষ্টা করবে।
সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হাসান তার প্রতিক্রিয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সমাজের প্রতিটি স্তরে কাজ করবেন। নারী, শিশু, পরিবেশ, শিক্ষা ও প্রযুক্তি নিয়ে সচেতনতা তৈরি এবং ইতিবাচক সমাজ গঠনে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তার মতে, রাইট টক অফ বাংলাদেশ কেবল একটি সংগঠন নয় বরং একটি সামাজিক আন্দোলন।
জানা গেছে, নতুন এই নেতৃত্ব শিগগিরই প্রাথমিক কর্মপরিকল্পনা ঘোষণা করবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে। সমাজের সচেতন মহল ও চিন্তাবিদরা নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন।
‘সবার জন্য ইতিবাচক বাংলাদেশ’ – এই মূলমন্ত্র নিয়ে রাইট টক অফ বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।