দাউদকান্দিতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের টিমের অভিযানে বৃহস্পতিবার রাত দুইটার পর মাদকসহ শুক্কুর আলী নামে চল্লিশ বছরের এক যুবক আটক হয়।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষ দল এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর গভীর রাতে হাটচান্দিনা এলাকার শাহালম মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শুক্কুর আলী (৪০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবসার মিয়ার ছেলে এবং গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম। রাত ২টা ১০ মিনিটের দিকে চালানো এ অভিযানে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক শুক্কুর আলীকে রাতেই দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন করা হয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে পূর্বে থেকেই মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *