
কুমিল্লার দাউদকান্দিতে বুধবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে থাকা সুরঙ্গ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার হয়েছে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ টিম বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গোমতী ও মেঘনা সেতুর নিচে থাকা পুরনো একটি সুরঙ্গ ঘিরে তারা তল্লাশি চালায়। এ সময় সেখানে লুকিয়ে রাখা একটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এই অস্ত্র ও মাদকসম্ভার ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু এলাকায় ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা করছিল। যানজটের সুযোগে এমন অপরাধ সংঘটিত করার আশঙ্কাও ছিল। এছাড়া নদীপথে ডাকাতির ক্ষেত্রেও এই অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধার করা সব জিনিস দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে।