
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে আয়োজিত বিএনপির কর্মশালায় ৩১ দফা প্রচার কৌশল নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতারা অংশ নেন।
দাউদকান্দিতে বিএনপির কর্মশালা
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারের উদ্দেশ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গৌরীপুর বাজারের বন্ধন কমিউনিটি সেন্টারে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন দাউদকান্দি পৌর বিএনপি ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল। পরিবেশনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাস।
এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ৩১ দফার তাৎপর্য তুলে ধরে স্থানীয় নেতাদের মাঝে বিশদভাবে ব্যাখ্যা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপভিত্তিক আলোচনা, মতবিনিময়, প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। পাশাপাশি তৃণমূলে জনগণের কাছে দফাগুলো পৌঁছে দেওয়ার কৌশলও শেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দ।