
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রবিবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে রবিবার (৫ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, মেজর (অব.) সুমন কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।
পুলিশ আরও জানায়, সোমবার (৬ অক্টোবর) গ্রেফতারকৃত মেজর (অব.) সুমনকে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হবে।