দাউদকান্দির গৌরীপুরে তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের প্রদর্শনী অনুষ্ঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বিএনপি নেতা তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত দুই পর্বের সাক্ষাৎকারের প্রদর্শনীতে বিপুল জনসমাগম হয়, যা গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন অনুপ্রেরণা জাগায়।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত দুই পর্বের সাক্ষাৎকারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ শিরোনামে আয়োজিত এই প্রদর্শনীতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

গত ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গৌরীপুর বাসস্ট্যান্ড মোড়ের নাহার প্লাজার সামনে এলইডি স্ক্রিনে ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তারা মনে করেন, এতে জাতীয় রাজনীতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা আরও বাড়বে।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এম. এ. সাত্তারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই প্রদর্শনীর আয়োজন করে দাউদকান্দি উপজেলা বিএনপি, যা স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *