
২০ জুন বিকেলে মালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন এই সম্মেলনে উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা ব্যাপক অংশগ্রহণ করেন।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০ জুন, ২০২৫ তারিখে বিকাল ৪ টায় মালীগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়।
প্রারম্ভে মিছিলে পরিবেষ্টিত হয়ে এলাকা সেজে ওঠে।
সম্মেলনের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, শাহজালাল চেয়ারম্যান এম এ সাত্তার, এনামুল হক সফর তালুকদার এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন হাজারী।
অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলভী, যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী ও আলমগীর হোসেন।
মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা প্রজন্মদল, মৎস্যজীবিদল, মহিলাদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।
বক্তাদের বক্তব্যে বলা হয়, বিগত সরকারের আমলে মামলা-হামলা ও বৈরী পরিস্থিতিতে সফল নেতাকর্মীদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হোক। সিনিয়র নেতাদের প্রতি এ আহ্বান জানানো হয়।
ইলিয়টগঞ্জ উত্তর, ইলিয়টগঞ্জ দক্ষিণ, বিটেশ্বর ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন করে প্রার্থীতা ঘোষণা করেন। শীঘ্রই পরিচ্ছন্ন নেতা নির্বাচন শেষে ৭১ সদস্যবিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটির ঘোষণার কথাও জানানো হয়।