দাউদকান্দির রায়পুর উচ্চ বিদ্যালয়ে ছয় লক্ষ টাকা ব্যয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুমিল্লার দাউদকান্দির রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের সামনে ছয় লক্ষ টাকা ব্যয়ে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আনোয়ার হোসেন আনন্দ

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণ রাখতে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের নতুন ভবনের সামনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এডহক কমিটির সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ তার ব্যক্তিগত অর্থায়নে এই শহীদ মিনার নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হবে এই স্থাপনাটি। তিনি জানান, শুধু ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনই নয়, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তার মূল লক্ষ্য।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য রাখতে গিয়ে আনোয়ার হোসেন আনন্দ বলেন, “ভাষা শহীদরা না হলে আমরা মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা পেতাম না। এই শহীদ মিনার শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ত্যাগের চেতনা জাগাবে বলে আমি বিশ্বাস করি।”

ছয় লক্ষ টাকা বাজেটে নির্মাণাধীন এই স্থাপনাটি আগামী একুশে ফেব্রুয়ারির আগেই উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেন ভূঁইয়া, অভিভাবক সদস্য জীবন চন্দ্র দেবনাথ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য উদ্যোক্তা ও বিদ্যালয়ের দাতা রহমত আলী, দাতা রতন চন্দ্র দেবনাথ এবং দাতা আমিনুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *