
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের চার দিনের রিমান্ড অনুমোদন করেছেন আদালত।
নিউ ঢাকা টাইমস ট্যাক্স রিপোর্ট :
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত রিফাত ও বাবু হত্যা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জ্যেষ্ঠ বিচারিক আদালত। তদন্তে নতুন তথ্য সংগ্রহ ও গভীর জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক সাংবাদিকদের জানান, দুটি পৃথক হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য আহরণের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল। তাই আদালতে মোট চার দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ড অনুমোদন করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রিফাত ও বাবু হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি আরও বলেন, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অগ্রগতি দ্রুত হবে এবং তদন্তে নতুন তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৬ অক্টোবর রাতে ঢাকার গুলশান এলাকায় বিশেষ অভিযানে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।