
দাউদকান্দি উপজেলায় যুবদলের সভাপতি পদে আলমগীর হোসেন লায়নকে সামনে আনতে কর্মী-সমর্থকদের জোর দাবি উঠেছে; দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি আলোচনায়।
মাসুম বিন ইদ্রিস, কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি পদে আলমগীর হোসেন লায়নকে দেখতে চান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য হিসেবেও পরিচিত।
আলমগীর হোসেন শুধু পদ-পদবিতে সীমাবদ্ধ নন; বরং আন্দোলনের কঠিন সময়ে তিনি ছিলেন রাজপথের সক্রিয় মুখ। দমন-পীড়ন, মামলা কিংবা হামলার ভয় না পেয়ে তিনি বিএনপির আন্দোলনে অবিচল ছিলেন। তার এ ত্যাগের জন্যই তৃণমূল পর্যায়ে তাকে মূল্যায়নের দাবি আরও জোরালো হয়ে উঠছে।
নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা এবং নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে আলমগীর হোসেন নিয়মিত অংশগ্রহণ করেছেন।
তৃণমূলের কর্মীদের মত, যে নেতারা সুসময়-দুঃসময় দলকে আগলে রেখেছেন, তারাই নেতৃত্বে আসার যোগ্য। আর সে কারণেই দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি পদে আলমগীর হোসেনকে দেখতে চান তারা।