
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে; ৩১ সদস্যের কমিটিতে মহিউদ্দিন সরকার আহ্বায়ক এবং আলাউদ্দিন আহমেদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিলেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন আহমেদ।
গত ৪ সেপ্টেম্বর কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লার স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। একই রাতেই জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ তার ভেরিফাইড ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করেন।
মোট ৩১ সদস্যের এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ হোসাইন তালুকদার সিপন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ রেজাউল করিম ভূইয়া, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মাসুদ মেম্বার, খন্দকার আনিসুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ খায়ের তালুকদার, মোঃ মোয়াজ্জেম মোল্লা ও মোঃ বশির আহমেদ। এ ছাড়া কাওসার আলম, আসাদুজ্জামান শাকিল, জাকির হোসেন, নুর মোহাম্মদ রানা, আশ্রাফ উদ্দিন আশু, নুরে আলম ভূইয়া, মুক্তার হোসেন, মাসুদ রানা, শওকত জামান, আবু হাসান মুন্সি, শরিফুল ইসলাম বাবু, হাবিবুর রহমান মমিন, মোঃ শাকিল, সাদিদ উর রহমান, আল আমিন, আলমগীর হোসেন, আরিফ সিকদার, সুমন বেপারী, সিজান ইসলাম ও জিয়াউর রহমান দিপু সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে উপজেলার ১৫টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কমিটিতে অন্তর্ভুক্ত নেতারা দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। দুঃসময়ে রাজপথে থেকে তারা মামলা ও হামলার শিকার হলেও দল ত্যাগ করেননি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদেও তারা সক্রিয় ছিলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের দিকনির্দেশনা এবং নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে তারা নিয়মিত আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।