দাউদকান্দি ও তিতাসে বিএনপির উদ্যোগে শুরু এক সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

প্রতিটি ওয়ার্ডে চলছে ফগার মেশিনে মশা নিধনের কাজ, নেতৃত্বে এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন

New Dhaka Times: ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ – কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি উপজেলা ও তিতাস উপজেলার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এক সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

এই কর্মসূচির আওতায় স্থানীয় এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো এবং স্প্রে করার মাধ্যমে ডেঙ্গুবাহিত এডিস মশা দমন করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলছে এই কার্যক্রম।

শনিবার, ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দে দাউদকান্দি পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে এই মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় তিনি বলেন,

“ডেঙ্গু এখন দেশের একটি বড় স্বাস্থ্যঝুঁকি। সরকার যেভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখানে জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কর্মসূচি বিএনপির জনগণের প্রতি দায়বদ্ধতার একটি প্রমাণ।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, তিতাস উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকলে নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

স্থানীয় জনগণ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। অনেকে জানান, সরকারি উদ্যোগ যেখানে সীমিত, সেখানে বিএনপির এমন স্বাস্থ্য সচেতনতামূলক কাজ এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহ ধরে প্রতিটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে মশক নিধনের কাজ চলবে। একই সঙ্গে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারও চালানো হবে।

প্রকাশিত সংবাদ প্রতিবেদনসমূহ

‎কুমিল্লার কাগজ
‎শিরোনাম: দাউদকান্দিতে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

‎দৈনিক সত্য প্রকাশ
‎শিরোনাম: দাউদকান্দি ও তিতাস উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি ঘোষণা

‎বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ
‎শিরোনাম: দাউদকান্দি ও তিতাস উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ঘোষণা

‎কুমিল্লার জমিন
‎শিরোনাম: কুমিল্লা নগরীতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

‎ দৈনিক রূপসী বাংলা
‎শিরোনাম: কুমিল্লায় মহামারী রূপ নিচ্ছে ডেঙ্গু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *