
কুমিল্লার দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে যেখানে কামাল হোসেন আহ্বায়ক ও জামাল মোল্লা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মাসুম বিন ইদ্রিস, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লার স্বাক্ষরিত প্যাডে অনুমোদন প্রদানের পর সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত ৩১ সদস্যের কমিটিতে আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ কামাল হোসেন এবং সদস্য সচিব হয়েছেন মোঃ জামাল হোসেন মোল্লা। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ মিজানুর রহমান হালিম। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাহালম, মোঃ আলী হোসেন, মোঃ মোহসিন, মোঃ গরীব হোসেন প্রধান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোখলেস মীর ও মোঃ ইউনুস।
সদস্য পদে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মোঃ আব্দুল করিম, মোঃ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মিজান, মোঃ জামাল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ দুলাল, মোঃ আলমগীর, শাহাবুদ্দিন আহমেদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রুহুল আমিন, মোহাম্মদ হোসেন, মোঃ সওশাদ, মোঃ মামুন মিয়া, মোঃ উজ্জ্বল, শুভ সরকার, মোঃ মুজাম্মেল হক, মোঃ মনির হোসেন ও মোঃ শরীফুল ইসলাম।
কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিট পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জামাল মোল্লা এবং অন্যান্য নেতারা দীর্ঘদিন ধরে বিএনপির কঠিন সময়ে রাজপথে থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন। তারা মামলা, হামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও দলীয় কার্যক্রম থেকে কখনোই সরে যাননি।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদেও তারা অংশ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা এবং নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এসব নেতা নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।