দুই সন্তানকে বাঁচাতে নয়তলা থেকে পিতার শেষ ঝাঁপ

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট.

ভারতের রাজধানী দিল্লিতে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মঙ্গলবার (১০ মে) সকালে শহরের দরগা সেক্টর-১৩ এলাকায় অবস্থিত ‘শপথ সোসাইটি’ নামক একটি আবাসিক ভবনে ঘটে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকালবেলা হঠাৎ একটি ফ্ল্যাটে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। আগুনের আতঙ্কে অনেকেই বাইরে ছুটে যাওয়ার চেষ্টা করেন, কেউ বারান্দায় এসে দাঁড়ান, আবার কেউ কেউ নিজ নিজ ফ্ল্যাটে আটকে পড়েন।

এমন সংকটময় পরিস্থিতিতে এক পিতা তার ১০ বছর বয়সী ছেলে ও মেয়েকে নিয়ে বারান্দায় আশ্রয় নেন। ধোঁয়ার কারণে নিচে নামার উপায় না থাকায়, তিনি দুই শিশুকে নিয়ে নয়তলা থেকে নিচে লাফিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই সন্তানকে মৃত ঘোষণা করেন। তাদের লাফানোর কিছু সময় পর পিতাও একইভাবে নিচে ঝাঁপ দেন। তিনিও হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তবে সেই পিতার স্ত্রী এবং অপর এক ছেলে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচতলায় অবস্থানকারীরা আগুনের খবর পাওয়ার পরপরই বেরিয়ে যেতে সক্ষম হন, তবে উপরের তলায় যারা ছিলেন, তারা দীর্ঘ সময় আটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুদের মৃত্যু সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে—কীভাবে আগুন লাগল এবং ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থার যথার্থতা ছিল কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *