দেবিদ্বারে সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সাবেক মেয়র শামীম হাইকোর্টের ৮ সপ্তাহের আগাম জামিন শেষে আজ নিজে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন, তবে জেলা ও দায়রা জজ তার জামিন বাতিল করে কারাগারে পাঠান।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিএনজিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলাম সাব্বির হত্যার মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র প্রভাষক সাইফুল ইসলাম শামীম (৪৫) মঙ্গলবার (১৭ জুন) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
তিনি কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমানের আদালতে হাজির হন। বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শামীম নিউ মার্কেট এলাকার মো. নুরুল ইসলামের পুত্র ও জাফরগঞ্জ মীর আব্দুল ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। তিনি হত্যার এজাহারভুক্ত আসামি। হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়ে তিনি গতকাল আদালতে হাজিরির নির্দেশ পান।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস জানান, এ পর্যন্ত মামলায় ৩০–৩১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। জামিন না মঞ্জুর করে শামীমকে কারাগারে পাঠানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাব্বির গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারা যান। তার মামায় নিহতের মামা মো. নাজমুল হক ১৪ সেপ্টেম্বর ২০২৪ একটি হত্যা মামলা করেন। তদন্তে ৯৯ জন নাম উল্লেখ ও ১৫০ জন অজ্ঞাত আসামি করা হয়।


🗞️ অন্য পত্রিকার প্রতিবেদনসমূহ

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: “দেবিদ্বারের সাবেক পৌর মেয়র শামীম কারাগারে”

ঢাকা পোস্ট: “হত্যা মামলায় দেবিদ্বারের সাবেক পৌর মেয়র কারাগারে”

চ্যানেল ২৪: “কুমিল্লায় সাবেক পৌর মেয়র শামীম কারাগারে”

বাংলা ট্রিবিউন: “কুমিল্লায় সাবেক পৌর মেয়র কারাগারে”

জাতীয় সংবাদ সংস্থা (বাসস): “কুমিল্লায় সাবেক পৌর মেয়রের জামিন নামঞ্জুর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *