
খুলনায় যৌথবাহিনী শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোডে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও ১০৫ পিস ইয়াবাসহ বিএনপি’র দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। নিউজ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নিউজ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
খুলনায় দেশি, বিদেশি অস্ত্র ও ১০৫ পিস ইয়াবাসহ নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন বুলবুল ও একই ওয়ার্ড যুবদল সভাপতি তৌহিদুর রহমানকে যৌথবাহিনী আটক করেছে। শুক্রবার রাতে টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের মধ্যে রয়েছেন— টুটপাড়া মেইন রোডের বাসিন্দা, শেখ হাবিবুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ও তার পুত্র শেখ মোঃ তাসফিকুর রহমান; টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মোঃ সালাউদ্দিন মোল্লা বুলবুল; এবং সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খাজরা ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা।
স্থানীয়রা জানায়, যৌথবাহিনী রাত আড়াইটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বাবুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি ৯ মিমি পিস্তল ও দুইটি গুলি, একটি ওয়ান-শুটার এবং চারটি গুলি, একটি দেশি পিস্তল, তিনটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পোড়ার, ১০৫ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও তিনটি পাসপোর্ট উদ্ধার করে যৌথবাহিনী।
ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গ্রেপ্তাররা সকালে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে খুলনা সদর থানা বিএনপি সভাপতি কেএম হুমায়ুন কবির জানিয়েছে, মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি; তৌহিদুর যুবদলের সাবেক সদস্য। বর্তমানতে তাদের কোন দলীয় পদ নেই। তারা ঢাকায় ব্যক্তিগত কাজে ছিল। কেন ও কীভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা তারা পরিষ্কারভাবে জানে না।
অন্যান্য পত্রিকার হেডলাইন:
✅ আজকের পত্রিকা: “যৌথ বাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র জব্দ, বিএনপি নেতাসহ আটক ৪”
✅ ঢাকা মেইল: “খুলনায় দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতা আটক”
✅ খুলনা গেজেট: “বিপুল পরিমাণ অস্ত্রসহ ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি আটক”