দেশের প্রতিটি মানুষ শান্তি, ন্যায় ও সুশাসনের প্রত্যাশা করে। জামায়াতে ইসলামী সেই কাজ করে যাচ্ছে

কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশরা ও কুতুবপুর গ্রামে একটি নির্বাচনী জনসভা আয়োজন করে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাশরা সরকার বাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। তিনি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের ভোটে সুযোগ পেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও ইসলামভিত্তিক সমাজব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করবে। আমাদের উদ্দেশ্য ন্যায়, ইনসাফ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কাওছার আলম, কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন মোল্লা এবং ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শিমুল হাজারী।

বক্তারা বলেন, “দেশের জনগণ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রত্যাশায় আছে। সেই লক্ষ্য পূরণে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে থেকে কাজ করছে এবং করবে।”

সভাটি সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সাত্তার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন কামাল হোসেন ফকির ও বিল্লাল হোসেন। দুপুর নাগাদ শান্তিপূর্ণভাবে সভার কার্যক্রম শেষ হয়।

জনসভায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, যা নির্বাচনী উচ্ছ্বাসকে আরও জোরদার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *