দেশে শিশু ও নারী নির্যাতন মহামারি পর্যায়ে চলে গেছে : উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে; প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠনসহ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

‎নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

‎বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, এই সমস্যা মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে, যার কাঠামো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, ২০ থেকে ২৯ জুনের মধ্যে দেশে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে একজন ৬০ বছরের বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

‎উপদেষ্টা শারমীন বলেন, “আমি নারী ও শিশু নির্যাতন নিয়ে গত ৪০ বছর ধরে কাজ করছি। সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু কেউ এই সমস্যা সমাধান করতে পারেনি। এর বড় কারণ হলো রাজনীতি, মাদক, মোবাইল ও পর্নোগ্রাফি।”

‎তিনি আরও বলেন, “মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে, যা চোখের আড়ালে থেকে যায়। এসব বন্ধে স্কুল-মাদ্রাসায় মন্ত্রণালয়ের লোকজন সরাসরি যাবে এবং তাদের জবাবদিহি করতে হবে।”

‎উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের টোলফ্রি হটলাইনে গত ১০ থেকে ১১ মাসে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে গুরুতর অভিযোগগুলোর সমাধান করা হয়েছে এবং শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

‎তিনি বলেন, “নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সারাবছর কাজ করা হবে। যে কোনো ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম পাঠানো হবে। কর্মকর্তাদের জেলা-উপজেলায় বসে থাকলে হবে না; ইউনিয়ন ও গ্রামেও যেতে হবে।”

‎অন্য পত্রিকার হেডলাইন:

‎1. ইত্তেফাক:
‎🔗 দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ


‎2. বাংলাদেশ প্রতিদিন:
‎🔗 দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা


‎3. কালের কণ্ঠ:
‎🔗 দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে : উপদেষ্টা শারমীন মুরশিদ


‎4. যুগান্তর:
‎🔗 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স কমিটি গঠন হচ্ছে


‎5. জাগো নিউজ ২৪:
‎🔗 নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *