
শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে হাতেনাতে আটক এক যুবককে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দিলেন স্থানীয় বিএনপি নেতা, এলাকায় ক্ষোভ
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে হাতেনাতে আটকের পর স্থানীয় এক বিএনপি নেতা চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
শনিবার (২৮ জুন) নালিতাবাড়ি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে ঘটনাটি ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী (২৫) দুই মাস আগে বারমারি বাজারে আসেন। কেউ তার পরিচয় জানে না। তিনি বিভিন্ন দোকানের বারান্দায় রাত কাটাতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করেন।
ঘটনার সময় বাজারের পাহারাদাররা অভিযুক্ত জালাল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ঘটনাস্থলে এসে জালালকে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস করেননি।
পরে ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার রাতে পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নেয়।
ফারুক আহমেদ বলেন, “পরিস্থিতি বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ যা করার করবে।”
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
অন্য পত্রিকার হেডলাইন:
বাংলানিউজ২৪.কম:
“মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, হাতেনাতে আটক যুবককে ছেড়ে দিলেন বিএনপি নেতা”
মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, আসামিকে ছেড়ে দিলেন বিএনপি নেতা — যুগান্তর
শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ‘ধর্ষণ’, থানায় মামলা”** – সময় টিভি