
বাংলাদেশে ধর্ষণের শিকার নারীরা ঘরে-বাইরে নানা বঞ্চনা ও যন্ত্রণার সম্মুখীন হন। ডাক্তারি পরীক্ষা থেকে আদালতের জিজ্ঞাসাবাদ পর্যন্ত প্রতিটি ধাপে তাদের বারবার সেই ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করিয়ে দেওয়া হয়। সমাজ এখনও ধর্ষিতার দিকেই আঙুল তোলে, যা স্বাধীনতার ৫৪ বছর পরেও পরিবর্তিত হয়নি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে ধর্ষণের শিকার নারীরা শুধু অপরাধের শিকার হন না, বরং বিচারপ্রক্রিয়ায় বারবার অপমানিত হন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক বলেন, “আমরা এখনও সভ্য হতে পারিনি।”
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হয়। পরে তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৯ দিনে ধর্ষণের শিকার ২৪ জন
নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, ২০ থেকে ২৯ জুনের মধ্যে ২৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। তিনি বলেন, “দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারির মতো অবস্থায় রয়েছে।” তিনি আরও জানান, ৬০ বছরের এক বৃদ্ধ একজন শিশুকে ধর্ষণ করেছেন। মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে।
নারী ও শিশু মন্ত্রণালয়ে ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে। তবে মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তা দেওয়া হয়েছে।
৬ মাসে ধর্ষণের ঘটনা ৪৬৬টি
আইন ও সালিশ কেন্দ্র জানায়, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৩৮৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭১টি ঘটনায় কোনো মামলা হয়নি। এই পাঁচ মাসে ১৯৬টি ধর্ষণের ঘটনার ভুক্তভোগী ১৮ বছরের নিচের শিশুরা।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে ৩৬৩ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৬৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণ ও হত্যা ৪টি। ধর্ষণের শিকার হয়েছে ৭ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।
মানুষের জন্য ফাউন্ডেশন বলছে, নিপীড়নের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া নারীর প্রতি আরেক দফা নির্যাতনের শামিল। এটি শাস্তিযোগ্য অপরাধ এবং সামাজিক সহিংসতাকে উৎসাহিত করে। তারা সরকারকে আরও সচেষ্ট আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
নারী নেত্রী খুশী কবির বলেন, “মানসিকতা না বদলালে ধর্ষণের ক্ষেত্রে এখন যে পরিস্থিতি তা থেকে বের হওয়া সম্ভব না।” তিনি আরও বলেন, “সরকারের যখন যারা দায়িত্বে থাকেন তারা বিষয়গুলোকে সঠিকভাবে অ্যাড্রেস করেন না।”
সাম্প্রতিক কিছু ধর্ষণের ঘটনা
ভোলার তজুমদ্দিনে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন সহকারী শিক্ষক আরিফ মিয়া। তিনি মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
রাজশাহীর চারঘাটে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন কনস্টেবল আইনুল হক। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ডিএনএ রিপোর্ট ছাড়াই ধর্ষণ মামলার বিচার
নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী, আদালত চাইলে ডিএনএ রিপোর্ট ছাড়াই ধর্ষণ মামলার বিচার করতে পারবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, “ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকত। এখন আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করবে।”
আগের আইনে ১৮০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচারকাজ শেষ করার বিধান ছিল। সেটি কমিয়ে ৯০ দিন করা হয়েছে। আর ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করার বিধানও করা হয়েছে।
অন্যান্য পত্রিকার হেডলাইন
প্রথম আলো
হেডলাইন: “ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ”
প্রকাশের তারিখ: ৪ মাস আগে
লিংক:
জাগো নিউজ ২৪
হেডলাইন: “নারী নির্যাতন ও ধর্ষণ: ক্রমবর্ধমান সামাজিক সংকট”
প্রকাশের তারিখ: ৪ মাস আগে
লিংক:
ডয়চে ভেলে (DW বাংলা)
হেডলাইন: “বাংলাদেশে দুই মাসে নির্যাতিত ২৯৪ নারী, ধর্ষণের শিকার ৯৬”
প্রকাশের তারিখ: ৩ মাস আগে
লিংক:
কুমিল্লার কাগজ
হেডলাইন: “বাংলাদেশে নারী নির্যাতন এবং এর সামাজিক প্রভাব”
প্রকাশের তারিখ: ৩ মাস আগে
লিংক:
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
হেডলাইন: “নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম: মহিলা উপদেষ্টা”
প্রকাশের তারিখ: ২ দিন আগে
লিংক:
बांग्लादेश में हिंदू महिला के साथ घर में घुसकर BNP नेता ने किया रेप, वीडियो वायरल होने पर भड़के लोग, 5 गिरफ्तार
Bangladesh News : बांगलादेशात हिंदू महिलेवर लैंगिक अत्याचार, घरात घुसून स्थानिक नेत्याचं दुष्कृत्य; ढाकामध्ये तीव्र आंदोलन