নতুন করে ইরানের বিমানবন্দরে ইসরায়েলের বোমা হামলা, আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলছে আগুন

তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ এই হামলার ফলে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে।

বিস্ফোরণের কিছুক্ষণ পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বিমানঘাঁটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ নিশ্চিত করেছে, বিমানবন্দর এলাকায় অন্তত দুটি বোমা হামলা হয়েছে।

শনিবার (১৪ জুন) ভোরে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বিমানবন্দর এলাকায় একটি বিস্ফোরণ হয় এবং পরে সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

ইরানি সংবাদমাধ্যমের দাবি, বিমানবন্দর এলাকায় দুটি মিসাইল আঘাত হানে।

এছাড়া ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানায় মেহের নিউজ।

তাসনিম নিউজের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে।

বিবিসির খবরে বলা হয়, বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের পরপরই ধোঁয়া ছড়িয়ে পড়ে, তবে ঘটনার পূর্ণ বিবরণ তখনো পাওয়া যায়নি।

এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের হামলার সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন তিনি।

পরবর্তীতে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে সংযত থাকতে বলা ‘অযৌক্তিক’। ইসরায়েলের এ হামলা ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ইরানের জবাব হবে ‘দৃঢ়’।

এর আগে শুক্রবার রাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইসরায়েল ইরানের প্রায় ১০০টি স্থানে হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন এবং আহত হন তিন শতাধিক মানুষ।

এই হামলায় টার্গেট করা হয় পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল কেন্দ্র, সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা।

পরে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন ইসরায়েলি নারী নিহত হন এবং আহত হন ৫০ জনের বেশি।

এই ঘটনার পর তেহরানে শত শত মানুষ জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আসে এবং আনন্দ মিছিল করে।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– আল জাজিরা: “Missile strike hits Tehran airport, fire breaks out”
– BBC Persian: “بمباران فرودگاه مهرآباد توسط اسرائیل”
– IRNA: “مقامات ایرانی حملات موشکی به تهران را تایید کردند”
– Tasnim News: “Mehrabad airport targeted in missile attack”
– The Guardian: “Israel launches renewed airstrikes on Iranian targets”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *