
এক মাদকাসক্ত যুবকের হাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে ব্যবসায়ী শাহীন মিয়া নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (২ জুলাই) দুপুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। হাসনাবাদ বাজারের স্যানেটারি ব্যবসায়ী শাহীন মিয়া (৪২) সেখানে ট্রেড লাইসেন্সের কাগজ জমা দিতে গিয়ে মাদকাসক্ত এক যুবকের হাতে নিহত হন।
নিহত শাহীন মিয়া মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগরের মেন্দেরকান্দী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন।
অভিযুক্ত শামীম মিয়া (৩৮) আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়ার জালু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিকারগ্রস্ত অবস্থায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বারান্দায় অবস্থান করতেন।
দুপুর সাড়ে ৩টার দিকে শাহীন মিয়া ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ করে শামীম মিয়া দা হাতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে কোনো উসকানি ছাড়াই শাহীনের মাথায় পরপর দুটি কোপ দেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত শামীম মিয়াকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্য পত্রিকার হেডলাইন:
যুগান্তর:
ইউপি কার্যালয়ে দুর্ধর্ষ হত্যা: ব্যবসায়ী শাহীনকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত যুবক
বাংলাদেশ প্রতিদিন: নরসিংদীতে ইউপি কার্যালয়ে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কালের কণ্ঠ: ইউনিয়ন পরিষদে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবক আটক