নারায়ণগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূ খুন, স্বামী থানায় আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলী আক্তার আমেনাকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী ইমরান হোসেন; পরে তিনি থানায় আত্মসমর্পণ করেন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। শনিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নিহত গৃহবধূর নাম বিজলী আক্তার আমেনা (৩০)। তিনি কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।

নিহতার ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাস আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। শনিবার রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগ্নের সঙ্গে কথা বলেন আমেনা। এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইমরান বঁটি দিয়ে আমেনাকে কুপিয়ে হত্যা করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গৃহবধূ আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


অন্য পত্রিকার হেডলাইন:

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ – Risingbd.com

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামী – News24BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *