নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে সোমবার ভোরে আকাশের রক্তাক্ত অবস্থায় পাওয়া যাওয়ার পর, রক্তাক্ত অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন আকাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) ভোররাতে ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পথচারীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে। তিনি কলমাকান্দা উপজেলায় দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষকতা করতেন, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দিলে তিনি ময়মনসিংহে অবস্থান করতেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. লুৎফুর রহমান বলেন, ‘আকাশের বাড়ি নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামে। ওনার স্ত্রী ময়মনসিংহে নার্সিং-এ চাকুরি করতেন, যে কারণে তিনি ময়মনসিংহে বসবাস করতেন। শুনেছি আজ সকালে ময়মনসিংহ বাইপাসের পাশে তার মরদেহ পড়ে ছিল।’


📰 অন্য পত্রিকার হেডলাইন

Bangla Tribune: “ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু”

Channel i: “নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার”

Desh Rupantor: “সড়কের পাশে পড়ে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ”

Jagonews24: “সড়কে পড়ে ছিল ছাত্রলীগ নেতার মরদেহ”

RTV: “ময়মনসিংহে ছাত্রলীগ নেতার মৃত্যু, যা জানা গেল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *