
নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের হামলায় তাঁর মা গুরুতর আহত হন; লুট হয় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে তাঁর মাকে কুপিয়ে আহত করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
আহত হোসনে আরা বেগম (৭০) স্থানীয় আওয়ামী লীগ নেতা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কামাল পলাতক রয়েছেন।
কামালের ভাই মাইন উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মা বাড়িতে একা ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা তাঁর মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তাঁর কান ছিঁড়ে দুটি কানের দুলসহ শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার এবং বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে তাঁর ভাতিজা সালমান এসে দেখেন, তাঁর দাদী রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোসনে আরা বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারী সব সময় স্বর্ণালঙ্কার ব্যবহার করতেন। একাধিক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।
অন্য পত্রিকার হেডলাইন:
পলাতক আওয়ামী লীগ নেতার ঘরে ঢুকে মাকে কুপিয়ে স্বর্ণ ও টাকা লুট – iTV BD
ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট – চাঁদপুর কণ্ঠ
ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালঙ্কার লুট – Barta24