
কুমিল্লা গৌরীপুর বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে; জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানানো হয়।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
জাতীয় সনদের আইনি স্বীকৃতি এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মানববন্ধনের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও কুমিল্লা–১ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম, দ্বীনি সংগঠন কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা বশির আহমাদ, জেলা সহ-সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদী, মাওলানা আবুল হাসান রায়হান, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান সাদি ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক।
এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মোঃ সাইফুল্লাহ সাইফ ও সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাফেজ নুরুল্লাহ, ডা. আব্দুল হান্নান, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি মহিউদ্দিন মাহবুব ও মাওলানা কামরুল ইসলাম মাসুম প্রমুখ অংশ নেন।
এ মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল আহমদসহ বিভিন্ন থানা ও ইউনিয়নের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে ন্যায়নিষ্ঠ রাজনীতি প্রতিষ্ঠা ও জনগণের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে হলে জাতীয় সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে—সৎ নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশের উন্নয়ন ও কল্যাণ সম্ভব।