
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ ২১ অক্টোবর দাউদকান্দি উপজেলা বিএনপি নেতারা পররাষ্ট্র সচিব আব্দুল মোতালেব সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উন্নয়ন ও রাজনীতি নিয়ে আলোচনা করেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
দাউদকান্দি উপজেলা বিএনপির নেতারা আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আব্দুল মোতালেব সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ এবং সদস্য সালাউদ্দিন ভূঁইয়া।
সাক্ষাৎ চলাকালে তারা স্থানীয় উন্নয়নের অগ্রগতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনায় পররাষ্ট্র সচিব অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
বৈঠকটি ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাবেই সম্পন্ন হয়।