পাকিস্তানে ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের আহ্বান পিটিআইয়ের

নিউ ঢাকা টাইমস ডেস্ক রিপোর্ট:
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের মুক্তি এবং জাতীয় ঐক্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তানের বিরোধী দল পিটিআই।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি দৈনিক ‘ডন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পিটিআই দাবি করেছে— দেশীয় ও আন্তর্জাতিক সংকটময় অবস্থায় ইমরান খানের নেতৃত্ব প্রয়োজন। এজন্য তাকে মুক্তি দিয়ে একটি সর্বদলীয় সম্মেলনের আয়োজন জরুরি।

সোমবার পাকিস্তান সিনেটে পিটিআই এই প্রস্তাব উত্থাপন করে। দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, “বর্তমান সংকটে দলমত নির্বিশেষে ঐক্য দরকার। সর্বদলীয় আলোচনাই এখন সঠিক পথ।” তিনি জানান, ইমরান খানের অংশগ্রহণ বিশ্ববাসীর কাছে পাকিস্তানের ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেবে।

পিটিআই নেতা শিবলি ফারাজ ইমরান খানের টিভিতে ভাষণ দেওয়ার অনুমতির দাবি জানান, যাতে তিনি জনগণকে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ ও ওয়াগা সীমান্ত অভিমুখে পদযাত্রার আহ্বান জানাতে পারেন। তার মতে, এতে কোটি মানুষ সাড়া দিতে পারে। তিনি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর প্রত্যাহার ও সব রাজনৈতিক বন্দির মুক্তিও দাবি করেন।

অন্যদিকে, ক্ষমতাসীন পিএমএল-এনের সিনেটর ইরফানুল হক সিদ্দিকী দাবি করেন, পেহেলগামের হামলা একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’, যা ভারতের পক্ষ থেকেই পরিচালিত হয়েছে পাকিস্তানকে হেয় করার উদ্দেশ্যে। তিনি বলেন, “যেখানে সাতজন কাশ্মিরির পেছনে একজন ভারতীয় সেনা মোতায়েন, সেখানে এত বড় হামলা কীভাবে সম্ভব?” তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে মোদি সরকারের নীতির বিরুদ্ধেই এখন প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *