পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে ২৫ টন মাদক এলো বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বার্ড ফুডের নামে আসা দু’টি কনটেইনারে লুকানো প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি পোস্তদানা আটক করে কাস্টমস কর্মকর্তারা যার মূল্য সাড়ে ছয় কোটি টাকার বেশি

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট:

চট্টগ্রাম বন্দরে পাখির খাদ্য হিসেবে ঘোষণার আড়ালে চোরাই পথে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ পোস্তদানা জব্দ করেছে কাস্টমস হাউস। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালান দুটি আটক করে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাজারে এসব পণ্যের মূল্য ছয় কোটি টাকারও ওপরে।

কর্তৃপক্ষ জানায়, মেসার্স আদিব ট্রেডিং পাকিস্তান থেকে মোট ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দিয়েছিল। ৯ অক্টোবর ওই পণ্যবাহী কনটেইনার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। পরে এটি ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে সংরক্ষণ করা হয়। এরপর ১৪ অক্টোবর খালাসের উদ্দেশ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড বিল অব এন্ট্রি জমা দেয়।

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে ২২ অক্টোবর কাস্টমস চালান দুটির খালাস স্থগিত করে। পরবর্তী কায়িক পরীক্ষায় দেখা যায়—সামনের সারিতে রাখা ছিল ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড, আর সেই খাদ্যের আড়ালেই পাওয়া যায় প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। এ সময় নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি কেন্দ্র এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এগুলো নিষিদ্ধ পপি সিড।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন, জনস্বার্থ রক্ষায় নিষিদ্ধ পণ্য আটক করার এ উদ্যোগ বাংলাদেশ কাস্টমসের দায়িত্ববোধেরই প্রমাণ। আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্ত আমদানিকারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *