পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ

বাংলাদেশের খুলনায় বিএনপি কর্মসূচির মাঝেই পূর্ণ ইসলামিক গেট এলাকায় উপপরিদর্শক সুকান্ত দাশকে উত্তেজিত জনতা মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে, তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

খুলনার ফুলবাড়ীগেট (ইস্টার্ন গেট) এলাকায় আজ মঙ্গলবার বিকেলে পুলিশ উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে ‘উত্তেজিত জনতা’ মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এই সময় এসআই সুকান্ত একটি সিএনজি চালিত থ্রি-হুইলারে আসছিলেন। জনতা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। পরে স্থানীয় বিএনপি নেতারা জনতাকে শান্ত করে এবং পুলিশে হেফাজতে দিয়েছেন। Currently, তিনি থানায় ছিলেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “উক্ত ঘটনা রিপোর্ট পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় আনে। সে এখন হেফাজতে আছে। তাঁর উপর আঘাত হয়নি”

জানা গেছে, সুকান্ত দাশ ঘোরতর নির্যাতনের অভিযোগে মামলা থাকার কারণে ২০২৩ সালের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন। পরে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় যোগদান করেন।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি উদ্বেগজনক। তবে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা কর্মীরা সরাসরি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছেন।

অন্য পত্রিকার হেডলাইন

Independent Television: “খুলনার ফুলবাড়ীগেটে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ‘উত্তেজিত জনতা'”

Prothom Alo: “খুলনায় এসআইকে মারধর করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা”

Kaler Kantho: “খুলনায় পুলিশের এসআই সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর”

Samakal / Desh Rupantor: “মারধরের পর পলাতক পুলিশ কর্মকর্তাকে পুলিশে দিল জনতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *